More
    Homeবিনোদনছবি মুক্তির আগেই অঘটন! অর্জুনকে দেখতে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু...

    ছবি মুক্তির আগেই অঘটন! অর্জুনকে দেখতে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হায়দরাবাদে

    ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির দিন। কিন্তু ঠিক তার আগের দিনেই ঘটল অঘটন। ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে ছিল উপচে পড়া ভিড়। আর সেই ভিড়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা অল্লু অর্জুন। সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ১০টা নাগাদ অর্জুন আসছেন, সেই খবর পেয়েই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এমনকি ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল প্রবেশপথের লোহার গেটও। লাঠিচার্জ করেও জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের এক মহিলার। শুধু ওই মহিলাই নয় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মহিলারই ন’বছরের পুত্র। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রেবতী। তিনি স্বামী এবং দুই সন্তানকে নিয়ে সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেবল সিনেমা নয়, অর্জুন এবং ওই সিনেমার অন্য কলাকুশলীদের দেখতেই বহু মানুষ ভিড় জমিয়েছিল ওই প্রেক্ষাগৃহটিতে। পরিস্থিতি সামলাতে আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু অল্লু এসে গিয়েছেন, এমন খবর পেয়েই অভিনেতাকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিশের পক্ষেও পরিস্থিতি সামলানো সম্ভব হয়নি। পরে পুলিশি পাহারায় প্রেক্ষাগৃহ থেকে বেরোন অর্জুন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments