ফের খবরের শিরোনামে সিভিক পুলিশ। এবার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে বিটি রোডে ছাত্রীদের মিছিলে অভব্য আচরণের অভিযোগ উঠলে সিভিক পুলিশের বিরুদ্ধে। অভিযোগ মদ্যপ অবস্থায় সে মিছিলের ব্যারিকেডে পুলিশ লেখা বাইকে চড়ে এসে ধাক্কা দেয়। এই ঘটনায় এক কর্তব্যরত পুলিশকে টানা পাঁচ ঘণ্টা আটকে রাখে প্রতিবাদকারিণীরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওই সিভিক পুলিশকে না আটকে তাকে ছেড়ে দেয় তারা।
এই ঘটনায় প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদকারিণীরা। পরে চাপের মুখে অভিযুক্ত সিভিক পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। ঘটনার জেরে প্রবল উত্তেজনা দেখা বিটি রোড অবরোধ করেন তাঁরা। এফআইআর দায়েরের পর তাঁরা অবরোধ তুলে নেন। কেন ওই সিভিক পুলিশকে হাতে পেয়ে ছেড়ে দিল পুলিশ, এই প্রশ্ন তোলেন প্রতিবাদকারিণীরা। জানতে চান ওই সিভিক পুলিশের মাথার ওপর কাদের হাত রয়েছে যে তাকে ছেড়ে দেওয়া হল। এ নিয়ে তুমুল তর্কাতর্কিতে জড়ায় পুলিশ ও প্রতিবাদকারিণীরা।