সামনেই বিধানসভা নির্বাচন। সেই আঁচও এখন পৌঁছে গিয়েছে টলিউডের গায়ে। একের পর এক তারকা বর্তমানে যোগ দিচ্ছেন রাজনীতিতে। নেতা-অভিনেতা মিলে মিশে একাকার। কিন্তু এই সকল বিষয় থেকে নিজেকে সব সময়ই সরিয়ে রাখতে পছন্দ করে টলিউড সুপার স্টার জিত্। তিনি কাজ ও নিজের ব্যক্তিগত জীবনে পার্ফেক্ট ব্যালন্স করেই এখন পথ চলেন। তাই খানিক বিরতি নিয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে ছুটি কাটাতে গেলেন হিমাচল। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করলেন জিত্।
কখনও বরফ মাখা অ্যাডভেঞ্চার ট্রেক, কখনও আবার স্বর্ণমন্দিরের সামনে প্রার্থনায় মগ্ন জিত্। তাঁর এই পোস্টই নজর কাড়ল ভক্তমহলের। দলীয় রঙ জিত্-কে এখনও ছুঁতে পারেনি। যার ফলে জিত্ সবার কাছেই ভীষণ প্রিয় পাত্র। একের পর এক ছবি তাঁর সুপারহিট। তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। যার ফলে ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠে জিত্-এর যে কোনও পোস্টই।