More
    Homeঅনান্যছেলেদের জন্য সেরা ৩টি ফেইস ওয়াশ | কোনটা আপনার জন্য রাইট চয়েজ?

    ছেলেদের জন্য সেরা ৩টি ফেইস ওয়াশ | কোনটা আপনার জন্য রাইট চয়েজ?

    ফেইস ওয়াশ কেনার আগে জেনে নিন কিছু বিষয়

    ছেলেদের নানা কাজে বাহিরে যেতে হয়, হয়তো কোনো কাজে, ক্লাসে কিংবা অফিসে। রোদের প্রচন্ড তাপ, দূষণ, বাইরের ধুলাময়লা এসবের ভেতর দিয়ে প্রতিদিন যেতে হয়। ফলে ত্বকে তো ইমপ্যাক্ট পরেই, আর ত্বক হয়ে ওঠে আরো রুক্ষ। তাই ত্বকের যত্নে ফেইস ওয়াশ খুব ইম্পরট্যান্ট একটি স্টেপ। ছেলেদের ত্বক কিন্তু মেয়েদের থেকে আলাদা, তাই ত্বকের যত্ন নিতে হবে আলাদা প্রোডাক্ট দিয়ে। সেভ করার জন্য ধারালো ব্লেডের ঘষায় ত্বক কিন্তু আরও রুক্ষ হয়ে যায়। এছাড়া একনে, একনে স্পট, মলিন ত্বক কিংবা ডালনেস- এসব স্কিন প্রবলেমের উপর ফোকাস করে কিন্তু রাইট ফেইস ওয়াশ আপনি রেগুলার স্কিন কেয়ারে অ্যাড করতে পারেন।

     

     

     

    ছেলেদের ৩টি ফেইস ওয়াশ

    নিউট্রোজিনা মেন স্কিন ক্লিয়ারিং একনে ওয়াশ (Neotrogena Men Skin Clearing Acne Wash)

    প্রথমেই আমি একনে রিলেটেড ফেইস ওয়াশ নিয়ে কথা বলবো, যেহেতু আমি নিজে এই সমস্যায় এখন ভুগছি। আর ম্যাক্সিমাম ছেলেরাই ব্রণ, র‍্যাশ এই ধরনের স্কিন প্রবলেমে ভুগে থাকে। নিউট্রোজিনা মেন স্কিন ক্লিয়ারিং একনে ওয়াশ ব্যবহার করছি বেশ কিছুদিন ধরেই, বেশ ভালো রেজাল্ট পেয়েছি, সেই অভিজ্ঞতাটাই আমি তুলে ধরছি।

     

    (১) স্যালিসাইলিক অ্যাসিড থাকার ফলে একনে ট্রিটমেন্টের জন্য বেষ্ট। পোরস থেকে ময়লা ক্লিন করে একনে, র‍্যাশ বা ব্রেকআউট কমাতে হেল্প করে। এছাড়া ডেড সেলও ক্লিন করে।

    (২) একনে হওয়ার আরেকটি কারণ কিন্তু এক্সসেস অয়েল। স্যালিসাইলিক অ্যাসিড ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে।

    (৩) ফেইস ওয়াশ ব্যবহারের পর স্কিন ড্রাই ফিল হয় না, স্কিন ফ্রেশ দেখায়।

    (৪) সেভ করার আগে ফেইসে অ্যাপ্লাই করলে ফেসিয়াল হেয়ার সফট হয়, সেভ করতে ইজি হয়।

    (৫) খুব মাইল্ড একটি সুগন্ধ আছে যা খুবই রিফ্রেশিং ফিল দেয়।

     

    লরিয়াল মেন এক্সপার্ট হাইড্রা এনার্জেটিক ওয়েক-আপ ইফেক্ট ফেইস ওয়াশ (L’Oreal Men Expert Hydra Energetic Wake-Up Effect Face Wash)

    স্কিনে হাইড্রেশন প্রভাইড করে ইনস্ট্যান্টলি এনার্জেটিক দেখাতে এই ফেইস ওয়াশটি বেশ ভালো কাজ করে। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য পাশাপাশি স্কিনে সতেজতা ধরে রাখে। এরসাথে এটি ত্বকের অন্য প্রবলেমগুলোকে টার্গেট করে কাজ করে।

     

    (১) এটি জেল ফর্মুলার ফেইস ওয়াশ, অনেকে জেল বেইজড ক্লেনজার প্রিফার করেন।

    (২) এই ফেইস ওয়াশ GUARANA উপাদানটি রয়েছে। এতে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় স্কিনের ড্যামেজ কমিয়ে আনে, আর অ্যান্টি এজিং বেনিফিট দিয়ে থাকে।

    (৩) আর সাথে রয়েছে ভিটামিন সি, যা স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে এবং টায়ার্ড লুকিং ফেইসকে ইনস্ট্যান্টলি এনার্জেটিক করে তোলে।

    (৪) স্কিনকে ভেতর থেকে ক্লিন করে আর স্কিন ফ্রেশ দেখায় নিমিষেই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments