‘ছোটে ছোটে তামাশে…’ শিশুদিবসে কেউ নিজের ছোটবেলার স্মৃতিচারণ করলেন, কেউ আবার সন্তানদের সঙ্গে সময় কাটানোর ছবি দিলেন। বলিউড অভিনেত্রী কাজল যেমন নিজের ছেলে ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেন। তেমনই তাঁর খুদে ভক্তদের সঙ্গেও একটা মিষ্টি ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। কাজল লিখেছেন, আমি শিশুদের ভালবাসি, কারণ ওরা ওদের সততাটা হারিয়ে ফেলেনি এখনও, হারিয়ে ফেলেনি জীবনের প্রতি ভালবাসা। সেইসঙ্গে শিশুদিবসের শুভেচ্ছাও জানান। আর এক বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা অবশ্য এক্কেবারে অন্যরকম পোস্ট করেন। দেন ছোটদের খাবার ছবি। নিজের সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন না। ছবি দিয়েছেন নুডলসের। সেইসঙ্গে হাসিও যোগ করেছেন। আর এক অভিনেত্রী রকুলপ্রীত সিং শৈশবের ভিডিওর কোলাজ শেয়ার করেছেন। যা তিনি পরিবারের থেকে বিয়েতে উপহার পেয়েছিলেন।