জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”।
মুখার্জি পরিবারে অনুষ্ঠান চলছিল কিন্তু তার মধ্যেই হঠাৎ করে জগদ্ধাত্রী মাথা ঘুরে পড়ে যায় স্বয়ং তাকে বাঁচায়। কিন্তু গুণের তদন্ত করতে করতেই হঠাৎ করে কোন খুশির খবর এলো মুখার্জি পরিবারে জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায় জগদ্ধাত্রী ধারাবাহিকের এক ঘন্টার মহা পর্ব।
গুঞ্জনের গায়ে হলুদের তথ্য যতক্ষণ না মুখার্জি পরিবারে আসছে ততক্ষণ মেয়ে সাজতে বসতে পারছে না। সেই কারণেই গুঞ্জনকে জগদ্ধাত্রী ফোন করায়, গুঞ্জন তার দিদিকে ফোন দিয়ে বলে সেই যাবে হলুদের তত্ত্ব নিয়ে। কিন্তু গুঞ্জনের দিদির গলা শোনাতে জগদ্ধাত্রী মনে সন্দেহ বাড়লো।
গায়ে হলুদের তথ্য এসে গিয়েছে। কিন্তু হঠাৎ করে মাছের তত্ত্বের নিচে গুলি রাখা জগদ্ধাত্রীকে তা করছে গুলি নিয়ে। কিন্তু কে?