নব্বইয়ের দশকের লাস্যময়ী নায়িকা, ধরা দিয়েছেন একাধিক সাহসী দৃশ্যে। কেনিয়ায় মাদকযোগে তাঁর নাম জড়িয়েছিল। সেই জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নিই এখন থেকে নাম বদলে সন্ন্যাসী। শুক্রবার মহাকুম্ভে সন্ন্যাস নিয়েছেন তিনি। বদলে যাচ্ছে তাঁর নামও। মহাকুম্ভের কিন্নর আখড়ায় ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন প্রাক্তন অভিনেত্রী। এ বার থেকে অভিনেত্রীর নতুন নাম— শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি। ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর একাধিক ভিডিয়ো। যেখানে মমতাকে গেরুয়া বসন পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তার সঙ্গে গলায় রুদ্রাক্ষের মালা। একেবারেই যেন ভিন্ন রূপে দেখে থমকে গিয়েছে অনুরাগীমহল।