“জন্তুরাও বোধহয় আমাদের থেকে অনেক ভাল”, কালিঘাটে ‘চুমু বিতর্ক’-কে ঘিরে চাঁছাছোলা জবাব মমতা শঙ্করের। ‘শাড়ির আঁচল’ বিতর্কের পর আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে স্বনামধন্য অভিনেত্রী তথা নৃত্যশিল্পী। প্রসঙ্গত, মেট্রো স্টেশনে প্রকাশ্যে চুমুর ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে দু’ই ভাগে বিভক্ত সমাজমাধ্যম। বিনোদন দুনিয়াতেও নানা মুনির নানা মত! একদিকে সেই ‘চর্চিত যুগল’-এর পাশে এসে দাঁড়িয়েছেন যেমন ইন্ডাস্ট্রির একাংশ। তেমনই এর বিরুদ্ধে সুর তুলেছেনও অনেকেই। এর মধ্যেই ভাইরাল হল মমতা শঙ্করের মতামত। আনন্দবাজার অনলাইনের কাছে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা শঙ্কর বলেন, “আমি বিষয়টাকে মোটেই ভালো চোখে দেখছি না। আমি এর বিরুদ্ধে। কারণ এরপর তো সমস্ত কিছু করার সাহস হয়ে যাবে। স্থান, কাল, পাত্রের কোনও জ্ঞান থাকবে না? জন্তুরাও বোধহয় আমাদের থেকে অনেক ভালো। এই জন্যই তো আজকাল এসব হচ্ছে, এত ধর্ষণ হচ্ছে। বাচ্চাদের হাতে ফোন যাচ্ছে, ছোট থেকেই ওরা এসব দেখছে। ওদের মূল্যবোধ কোথায় যাবে!” এখানেই শেষ নয়, অভিনেত্রী তথা নৃত্যশিল্পীর সাফ মন্তব্য, “ভালোবাসা মানুষের মধ্যে থাকবেই, তবে সেটার মাধুর্য আরও বাড়ে যখন সেটার একটা আব্রু থাকে। বিদেশ থেকে যখন খারাপ জিনিসগুলো ওরা বর্জন করছে, সেগুলোকে আমরা নিচ্ছি।”