More
    Homeখেলাজন্মদিনের পরেই জোর ঝটকাই খেলেন বিরাট কোহলি

    জন্মদিনের পরেই জোর ঝটকাই খেলেন বিরাট কোহলি

    জন্মদিনের পরেই জোর ঝটকাই খেলেন বিরাট কোহলি। সেইসঙ্গে রোহিতও। চলতি বছর ৮ টেস্টে কোহলির রান ২২৭। গড় মাত্র ১৫। আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক ঝটকায় আট ধাপ নেমে চলে গেলেন ২২ নম্বরে। ২০১৬ ও ২০১৮ সালে টেস্ট ফরম্যাটের নিজের কেরিয়ারসেরা দুটি বছর কাটিয়ে ছিলেন বিরাট। আর ক্যাপ্টেন রোহিত! তিনি আরও নামলেন। চলে গেলেন ২৬ নম্বরে। অবাক করা বিষয়, ছন্দে না থাকলেও, বিরাট-রোহিতের আগে রয়েছেন আবার বাবর আজম! ১৭ নম্বরে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। প্রথম পাঁচে রয়েছেন একমাত্র যশস্বী জয়সওয়াল। তাঁর র‍্যাঙ্ক চার। পাঁচ ধাপ উন্নতি করে ৬ নম্বরে এসেছেন ঋষভ পন্থ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments