২৭ ডিসেম্বর, সাহেব চট্টোপাধ্যায়ের ৪৮ তম জন্মদিন। যদিও এই বছরের জন্মদিনটা কিছুটা অন্যরকমই অভিনেতা তথা গায়কের কাছে। অসুস্থ তিনি। গত ২৫ ডিসেম্বরেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতালের বিছানায় শুয়েই অসুস্থতার কথা জানালেন অভিনেতা। সমাজমাধ্যমে লিখলেন অসুস্থতার কারণেই পর পর দু’টি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সাহেব লেখেন, ‘শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে আমাকে। যার কারণে ২৬ এবং ২৮ তারিখের দু’টি অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনুষ্ঠানের আয়োজকদের কাছে। আশা করব, তাঁরা আমার পরিস্থিতি বুঝতে পারবেন।’ সেই সঙ্গে তিনি এও লেখেন, ‘যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের উত্তর দিতে পারিনি। এটা আমার ৪৮ তম জন্মদিন। এই প্রথম জন্মদিনে মা, স্ত্রী, সন্তানদের থেকে আলাদা রয়েছি। এমনকী, যে ২৮ জন প্রতিবেশীরা আমাকে শুভেচ্ছা জানায় প্রতিবছর। তাঁদের ধন্যবাদ জানাই। আমি তাঁদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। এমন মানুষগুলো পাশে থাকায় আমি নিজেকে সত্য়িই খুবই ভাগ্যবান মনে করি।’