More
    Homeবিনোদনজন্মশতবর্ষে রাজ কাপু

    জন্মশতবর্ষে রাজ কাপু

    ১৯২৪ থেকে ২০২৪। জন্মশতবর্ষে রাজ কাপুর। তিনিই ভারতীয় সিনেমার শো-ম্যান। কিংবদন্তি। ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর পৃথ্বিরাজ কাপুর ও রামসরণী দেবী কাপুরের ঘরে তাঁর জন্ম। একশো বছর পরেও তিনি সমান প্রাসঙ্গিক ভারতীয় সিনেমায়। ১৯৩৫ সালের ‘ইনকিলাব’ ছবির হাত ধরে মাত্র ১০ বছর বয়সে সিনেমায় হাতেখড়ি। সেই শুরু। এরপর বলিউডে অভিনেতা, পরিচালক ও প্রযোজকের তিন ভূমিকাতেই সমান দক্ষতায় বিপ্লব ঘটিয়ে গেছেন। এতদিনেও তাঁর বিকল্প পাওয়া যায়নি। মাত্র ২৪ বছর বয়সেই তিনি তৈরি করেন নিজের ফিল্ম স্টুডিয়ো, আরকে ফিল্মস। সে’ সময়ের সবচেয়ে কমবয়সী পরিচালক হিসেবে ‘আগ’ সিনেমায় আত্মপ্রকাশ করেন। অভিনেতার ঝুলিতে রয়েছে ৩টি জাতীয় পুরস্কার ও ১১টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। বাবা পৃথ্বিরাজ কাপুরের পর হিন্দি সিনেমায় নতুন করে পথ দেখিয়েছেন তিনিই। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। বারসাত, আওয়ারা, শ্রী ৪২০, চোরি চোরি, সঙ্গম, তিসরি কসম, মেরা নাম জোকার একের পর এক স্মরণীয় সিনেমা আজও মানুষের মণিকোঠায়। ১৯৮৮ সালে শেষ হয় তাঁর জীবনযাত্রা। তবু ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সেরা অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিবেচিত হন তিনি। রাজ কাপুরের প্রভাব বছরের পর বছর ধরে দর্শক, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছে আর করে চলেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments