গোপনেই রেখেছিলেন খবরটা। কোলে সন্তান আসার পর তা প্রকাশ্যে এনেছেন কাঞ্চন মল্লিক। আর জন্মের চার দিনের মধ্যে কাঞ্চন কন্যা কৃষভির ছবি প্রকাশ্যে আনলেন স্ত্রী শ্রীময়ী। মিষ্টি ছবির ফ্রেম। দেখা যাচ্ছে নরম, গোলাপি ছোট্ট হাতের আঙুলগুলো। কার মতো দেখতে হবে ছোট্ট কৃষভিকে, সেই নিয়ে নেটিজেনদের মধ্যে অবশ্য জল্পনা তুঙ্গে।