‘গুলি করে মেরে মেরে ফেলুন… মানুষের করের টাকায় এদের বাঁচিয়ে রেখে লাভ নেই।’ জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিস্ফোরক মন্তব্য দেবের। শনিবার বারুইপুরে নিজের ছবির প্রচারে এসেছিলেন দেব। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান ধর্ষকদের গুলি করে মেরে ফেলা উচিত। আরজি কাণ্ডের রেশ এখনও কমেনি। এর মধ্যেই তা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিল জয়নগরের ধর্ষণ এবং খুনের ঘটনা। জয়নগরের মহিষমারির কৃপাখালির বাসিন্দা চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয় জলাভুমি থেকে। নাবালিকা বাড়ি না ফেরায় থানায় অভিযোগ জানাতে গেলেও সেই অভিযোগ ফিরিয়ে দেন পুলিশ। পরে বালিকার দেহ উদ্ধার হতেই ‘পুলিশের গাফলতি’কে ঘিরে এইমুহুরতে অগ্নিগর্ভ জয়নগর। মর্মান্তিক এই ঘটনাকে ধিক্কার জানিয়ে দেব বলেন, ‘আমার মনে হয় শুট অ্যাট সাইট করে দাও ভাই। এই রকম লোককে যদি চিহ্নিত করা যায়, তারা যদি সত্যিই এই কাজ করে থাকে, ধরা পড়ে, তাহলে তাদের তোমার-আমার ট্যাক্সের টাকা দিয়ে বাঁচিয়ে লাভ নেই। সাংসদ হিসেবে আমি এই শব্দ ব্যবহার করতে পারি না যদিও। দেশের আইন আছে এবং তা অনেক কঠিন। কিন্তু তবুও আমাদের মা-বোনেদের আমরা বাঁচাতে পারছি না!’