জয় দিয়ে সন্তোষ ট্রফির মূলপর্ব শুরু করল সঞ্জয় সেনের বাংলা। হায়দরাবাদে গ্রুপ লিগের প্রথম ম্যাচে বাংলা ৩- ১ গোল হারালো জম্মু কাশ্মীরকে। প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলার ছেলেদের। ৪ মিনিটেই সুপ্রতীক হাজরার কর্নার থেকে হেডে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা। ১২ মিনিটে ব্যবধান বাড়ান নরহরি শ্রেষ্ঠা। দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে দর্শনীয় গোল করেন বিক্রম প্রধান। খেলার শেষ দিকে একটি গোল করে ব্যবধান কমায় জম্মু কাশ্মীর।