জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করল বাংলা। কল্যাণীতে ঝাড়খন্ডকে ৪-০ গোলে হারাল বাংলা। জোড়া গোল করেন রবি হাঁসদা। একটি করে গোল করেন মনোতোষ মাঝি, নরহরি শ্রেষ্ঠা। প্রথমার্ধে বাংলা ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আসে বাকি তিন গোল। সোমবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে কল্যাণীতেই নামবে টিম বেঙ্গল। গতবার গ্রুপ পর্বে কোয়ালিফাই করতে পারেনি বাংলা। এবারে নতুন চ্যালেঞ্জ আই লিগ জয়ী বাংলার কোচ সঞ্জয় সেনের।