জয় শাহ দায়িত্ব নেবেন আইসিসি চেয়ারম্যান পদে। ফাঁকা হবে বিসিসিআই সচিবের পদ। কে বসবেন এই পদে তা নিয়ে জল্পনা চলছেই। দৌড়ে রয়েছে দুই নাম। তারা হলেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিল প্যাটেল, দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলি। রোহন আবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পুত্র। মনে করা হচ্ছে, এই দুই প্রার্থীর যে কেউই সচিব পদে আসতে পারেন। অনিল আবার গুজরাটের প্রশাসক। তিনি আবার অমিত শাহের ঘনিষ্ঠ বলেই জানা গেছে। ফলে, এক পদে দু’জনের টক্কর চলবে বলেই মনে করা হচ্ছে