জল্পনাই তবে সত্যি! প্রায় ১ দশক পর টেলিভিশনে ফিরছেন যশ দাশগুপ্ত। বিপরীতে নুসরৎ জাহান! সমাজমাধ্যমে নিজে মুখে সুখবর শোনালেও অভিনেতার কথায় ধোঁয়াশা কাটাতে পারেননি অনুরাগীরা। আনন্দের সঙ্গে কৌতূহলও। আসলেই কি ধারাবাহিকের হাত ধরেই অভিনেতার প্রত্যাবর্তন না কি নেপথ্যে অন্য কোনও কারণ? শনিবার স্পষ্ট করলেন সবটাই। ধারাবাহিক নয়, বরং চলতি বছরই মুক্তিপ্রাপ্ত ‘সেন্টিমেন্টাল’ ছবি এ বার দেখা যাবে ছোটপর্দাতেও। তারই প্রচার কৌশল ছিল যশের গত দিনের পোস্ট। তাতে যদিও অনুরাগীরা কিছুটা হতাশ হলেও যশ-নুসরৎ অভিনীত ছবিকে ছোটপর্দায় দেখার জন্য কম মুখিয়ে নেই তাঁরা।