ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন মহাগুরু। কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়, দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন মহাগুরু।রবিবার ব্রিগেডে বিজেপির সভার মুখ্য আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এখনও এসে পৌঁছননি। তার আগে পালা করে বক্তৃতা করছেন রাহুল সিনহা, সায়ন্তন বসু এবং লকেট চট্টোপাধ্যায়।