More
    Homeখবরজল জমা সমস্যা মেটাতে বিরাট কাজ শুরু হলো আশোকনগর বিধানসভা অঞ্চলে

    জল জমা সমস্যা মেটাতে বিরাট কাজ শুরু হলো আশোকনগর বিধানসভা অঞ্চলে

    জল জমা সমস্যা মেটাতে বিরাট কাজ শুরু হলো আশোকনগর বিধানসভা অঞ্চলে

     

     

     

     

     

    জল জমা এই মুহূর্তে উঃ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলের একটা জ্বলন্ত সমস্যা। সেই সমস্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে অশোকনগর বিধানসভার অন্তর্গত বেশ কিছু অঞ্চলে। ৯৩ লক্ষ টাকা ব্যয় বিস্তীর্ণ এলাকায় তৈরি হবে অত্যাধুনিক হাইড্রেন, ঘোষণা উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর। অশোকনগর বিধানসভার রাজীবপুর বিড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দীর্ঘ বছর ধরেই জল যন্ত্রণায় ভুগতে হয়। জল যন্ত্রণা থেকে এলাকার মানুষদের মুক্তি দিতে তাই শুরু হল নির্মাণ কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় ছোটখাটো বেশ কয়েকটি কারখানা রয়েছে। তবে এখানে কোন পরিকল্পিত নিকাশি ব্যবস্থা ছিল না। ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে থাকতো গোটা এলাকা, ভোগান্তি পোহাতে হতো শতাধিক পরিবারকে। জল নামতে লেগে যেত দীর্ঘ সময়। এরমধ্যে এলাকার বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ লাইনের কাজ হওয়ায়, রাস্তা খোঁড়া ফলে সমস্যা আরও বাড়তে থাকে।

     

     

     

    এবার এই পাইপ লাইনের কাজ শেষ হতেই জেলা পরিষদের পক্ষ থেকে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় ওই এলাকার ৫০০ মিটার হাইড্রেন তৈরির পরিকল্পনা করা হয়। এর জন্য বরাদ্দ হয় ৯৩ লক্ষ টাকা। রাজীবপুর-বিড়া পঞ্চায়েতের বালিশা মোড়ে দুটি বড় নিকাশি নালার জল গিয়ে পড়বে বিদ্যাধরীতে। এ প্রসঙ্গে অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, এখন গরম পড়ছে, সামনে বর্ষা আসছে। স্থানীয় মানুষ জল জমার এই সমস্যা নিয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন, মানুষের দাবিকে মান্যতা দিয়ে আমরা এটি তৈরি করার পরিকল্পনা নিলাম। দ্রুত কাজ শেষ করে মানুষকে সমস্যা থেকে মুক্তি দিতে পারব, এর ফলে এলাকায় জল জমার কোনো সমস্যা আর থাকবে না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments