‘জাকির ভাই, আমাদের একসঙ্গে কাজ করা হল না আর…’ উস্তাদের প্রয়াণে আক্ষেপ এ আর রহমানের। সোমবার সকাল থেকে শাস্ত্রীয় সঙ্গীত জগত তথা গোটা বিনোদন জগতেরই যেন মন ভার। উস্তাদ আর নেই। তবলা মায়েস্ত্রোকে হারিয়ে শোক বিহ্বল সুরকার এআর রহমানও। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে রহমান লেখেন, ‘জাকির ভাই ছিলেন একজন অনুপ্রেরণা। যিনি তবলাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছিলেন। ওঁর চলে যাওয়া আমাদের সকলের জন্য অপূরণীয় ক্ষতি। ওঁর সঙ্গে আর কাজ না করতে পারার আক্ষেপটা আমার রয়েই গেল। একসঙ্গে একটা অ্যালবাম করার পরিকল্পনাও করেছিলাম আমরা। যদিও কয়েক দশক আগে আমরা একসঙ্গে কাজ করেছি। তোমাকে খুব মনে পড়বে।’