Tuesday, May 30, 2023
HomeUncategorizedজাতীয় সংগীতের অবমাননা!? সিনেমা দেখতে গিয়ে বিদ্রূপের পাত্রী হলেন পরিচালিকা সোনালি

জাতীয় সংগীতের অবমাননা!? সিনেমা দেখতে গিয়ে বিদ্রূপের পাত্রী হলেন পরিচালিকা সোনালি

 

মুম্বাইয়ের একটি পিভিআর সিনেমায় একটি সিনেমা দেখার সময় তাকে উপহাসের শিকার, দেশদ্রোহী বলে অভিহিত করা হয় সোনালি বোসকে। তীব্র বিতর্কের মুখোমুখি পরিচালিকা।

 

মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে ‘আফওয়া’ সিনেমা দেখতে গিয়েছিলেন পরিচালিকা সোনালি। সিনেমার শুরুতে জাতীয় সংগীত চলাকালীন, সকল দর্শকের মাঝে তিনি একাই ওঠেননি সিট ছেড়ে, যার কারণে দর্শকদের কিছু অংশ তার প্রতি কটূক্তি করে।কেউ বলেন তিনি অসহ্যকর, কেউবা আবার দেশদ্রোহীর তকমা দেন।

 

সোনালি প্রথমে কটাক্ষের জবাব না দিলেও পরে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি উল্লেখ করেন এবং রবীন্দ্রনাথের একটি লাইন উদ্ধৃত করেন। তার মতে দেশপ্রেম একটি ভাবনা, একটা অনুভুতি যেটা জোর করে আসেনা। ফলে সরকারের দেশপ্রেম ও জাতীয় সংগীত নিয়ে এই রূপ নীতি তার পছন্দ নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments