More
    Homeপশ্চিমবঙ্গজানুয়ারিতে ৩% মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    জানুয়ারিতে ৩% মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জানুয়ারিতে আরও এক দফায় ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    ভোট বছরে রাজ্য সরকারি কর্মচারীদের সরকার সামান্য কিছু হলেও আর্থিক সুবিধা দিতে পারে বলে আগাম সম্ভাবনা ছিল। হলও তাই। বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ঘোষণা করেছেন, জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

    এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোভিড পরিস্থিতিতেও সরকারি কর্মীদের সুবিধা দিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মীরা ভালো আছেন। অভিবাসীদের আনতে ৩০০ ট্রেনের ব্যবস্থা করেছে সরকার। বহু জায়গা থেকে বাসে করে আনা হয়েছে শ্রমিকদের। জুন পর্যন্ত বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে। ১০ কোটি মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পে নিয়ে আসা হচ্ছে। কোভিড এবং উম্পুনের বিপর্যয়ের পরেও কেন্দ্রের তরফে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা পাওয়া যায়নি। কেন্দ্রের কাছে ৮৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। শুধুই বঞ্চনা মিলেছে’।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments