Wednesday, June 7, 2023
HomeUncategorizedজামিন পেয়েই ওয়াংখেড়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন এজাজ খা

জামিন পেয়েই ওয়াংখেড়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন এজাজ খা

 

কথায় বলে, “ধর্মের কল বাতাসে নড়ে”! ঠিক এরকম কিছুই ঘটছে এনসিবির প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের। মাদকের মামলায় গ্রফতার এজাজ খানের মন্তব্যে এমনটাই স্পষ্ট হয়েছে।

 

সম্প্রতি জেল থেকে জামিন পেয়ে এক সাক্ষাৎকারে এজাজ খান জানান, বিনা দোষে তাকে দুবছর জেল খাটতে হয়েছে। বাস্তবে তিনি কোনো অন্যায় করেননি। ষড়যন্ত্র করেই তাকে ফাঁসিয়েছেন সমীর ওয়াংখেড়ে। এখন শেই পাপেরই ফল পাচ্ছেন এনসিবি প্রাক্তন।

 

সমীর ওয়াংখেড়ে ২ অক্টোবর, ২০২১-এ মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে এনসিবি রেইড করেছিলেন, যার ফলে ৩ অক্টোবর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়েছিল। ওয়াংখেড়ে আরিয়ানের মামলার তদন্তের দায়িত্বে ছিলেন।

 

বেশ কয়েকটি জামিন আবেদন প্রত্যাখ্যান করা সত্ত্বেও , আরিয়ান ২৬ দিন জেলে থাকার পর মুক্তি পায়। কিন্তু এবার দুর্নীতির অভিযোগ খোদ ওয়াংখেড়ের বিরুদ্ধে। গত রবিবার তাকে নিয়ে চলে সিবিআই এর টানা জেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments