জীবনের সেঞ্চুরি থেকে ২ কদম দূরেই থেমে গেলেন রন ড্রেপার। ৯৮ বছর বয়সেই চলে গেলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার কেবেরহায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড্রেপার।নিজের ক্রিকেটজীবনে টপ অর্ডার ব্যাটার এবং আংশিক সময়ের উইকেটকিপার ছিলেন রন ড্রেপার। ১৯৫০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেছিলেন রন। জাতীয় দলের জার্সিতে সেটাই ছিল তাঁর প্রথম এবং শেষ সিরিজ। সেই সিরিজ়ে অস্ট্রেলিয়া দলে থাকা নীল হার্ভেই এখন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার হলেন। তাঁর বয়স আপাতত ৯৬ বছর। ২০১৬ সালে ১০৩ বছর বয়সে মারা যান নর্মান গর্ডন। রনের আগে বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার ছিলেন জন ওয়াটকিন্স। ২০২১ সালে ৯৮ বছর বয়সে মারা যান এই অসি ক্রিকেটার।