সন্তানদের জীবনে তিনিই বাবা, তিনিই মা। জীবনে অন্য কারও প্রয়োজন নেই, সেটা স্পষ্ট করে জানিয়ে দিলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। অনুরাগীদের একাংশের মতে, নিজের পোস্টে প্রাক্তন স্বামী শরিফুল রাজকে তোপ দেগেছেন অভিনেত্রী।
সম্প্রতি, ওপার বাংলার অভিনেত্রীর একটি পোস্ট নজর কেড়েছে সবার। পরী লিখেছেন, ‘রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখও শুধু বাচ্চার গায়ে একটি মশার কামড়ও নিতে পারবে না আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতোই।’
অভিনেত্রীর সরাসরি আক্রমণ, ‘রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রান্ডম ফেসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবার উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না? কাদের লাগে জানেন? যাঁরা সুযোগ বুঝে বাচ্চার সঙ্গে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ড করে মিথ্যে ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদের এসব বিস্বাদ লাগে না।’
অভিনেত্রীর কটাক্ষ, ‘একজন মা সারাদিনে তাঁর সন্তানের জন্য কী কী করে তা কোনও দিনই একজন বাবার বোঝা সম্ভব না। বাবাদের ভাবতেও লাগে না, যাঁরা সত্যিই বাবা হন তাঁদেরকে কিছু বলতে হয় না তাঁরা নিজেরাই সবটা বুঝে নেন এবং সন্তানদেরকে আগলেও রাখেন।’ এই পংক্তির শেষেই ‘জানোয়ার’ বলে আক্রমণ করেণ ‘প্রীতিলতা’ খ্যাত অভিনেত্রী।
অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সন্তানদের ‘সো কল্ড বাবা-র’ কোনও প্রয়োজন নেই। যাঁর উদ্দেশ্যে এই পোস্ট পরীমণি করেছেন, তাঁকেই কটাক্ষ করে তিনি জানান,’ ওদের কাছে বাপ, মা আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বোঝানোর মতো আর কিছু নেই তোমার। আমি সবকিছু মাফ করলেও, আমার এই ঘেন্নায় তোমায় সারাজীবন বাঁচতে হবে।’
বিদ্রুপ করে ‘সোনা’ বলে সম্বোধন করলেও অভিনেত্রী কারও নাম স্পষ্ট না করায় সকলে মনে করছেন এই ব্যঙ্গাত্মক পোস্ট তাঁর প্রাক্তন স্বামীকে ইঙ্গিত করেই দিয়েছেন পরীমণি। ‘সোনা’-র মতো আদুরে সম্মোধন থেকে আক্রমণাত্মক ‘জানোয়ার’ শব্দও, আগল ভেঙে রাগ অভিমান ঢেলে দিয়েছেন পরীমণি।