More
    Homeবিনোদনজুলি’র ফার্স্ট লুক ও মোশন পোস্টার, অনেকদিন ব্রেকের পর পর্দায় ফিরছেন পাওলি

    জুলি’র ফার্স্ট লুক ও মোশন পোস্টার, অনেকদিন ব্রেকের পর পর্দায় ফিরছেন পাওলি

    বেশ কয়েকদিন ব্রেক নেওয়ার পর আবার পর্দায় ফিরছেন বাংলার সেনসেশন পাওলি দাম। আর তিনি ক্যামেরার সামনে আসা মানে নতুন কিছু ধামাকা যে হবে তা বলা বাহুল্য। এবার ফের এক নারীকেন্দ্রিক ওয়েব সিরিজে দেখা যাবে পাওলি দামকে। ইতিমধ্যেই সামনে এসেছে পাওলির আগামী ওয়েব সিরিজ জুলির ফার্স্ট লুক ও মোশন পোস্টার।

    কিছুদিনের মধ্যেই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করবে ওটিটি প্ল্যাটফর্ম। আড্ডাটাইমস ওয়েব প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ জুলি। আর সেখানেই সম্পূর্ণ দুই ভিন্নরূপে দেখা যেতে চলেছে পাওলিকে। প্রথম লুকে বারবণিতা হিসেবে ধরা দিয়েছেন পাওলি। আর দ্বিতীয় লুকে তাঁকে দেখা যাচ্ছে এক দুঁদে রাজনৈতিক নেত্রী হিসেবে। কানাগলি থেকে কীভাবে একজন মহিলা রাজপথের রানি হয়ে উঠবেন সেই গল্পই ফুটিয়ে তুলতে চলেছেন পাওলি।

    রেড লাইট এলাকা থেকে উঠে এসে কীভাবে এক মহিলা রাজনীতির ময়দানে নিজের ক্ষমতা কায়েম করবেন মূলত এটাই জুলি ওয়েব সিরিজের গল্প। রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে দেখা যাবে সাহস, দৃঢ়চেতা মনোভাবের এক নারীর জীবন সংগ্রামের নানা দিক। ভালবাসা, বিচ্ছেদ, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা উঠে আসবে এই সিরিজে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments