জোড়া খুনের অভিযোগ বোনের বিরুদ্ধে, সব জেনেই কি সম্পর্ক অস্বীকার করছেন অভিনেত্রী নার্গিস ফকরি! বলাবাহুল্য, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী নার্গিসের বোন আলিয়া ফকরিকে। অভিযোগ উঠেছে প্রাক্তন প্রেমিক ও তাঁর বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মেরেছেন তিনি। এই পুরো ঘটনার সঙ্গে বারে বারে উঠে আসছে অভিনেত্রী নার্গিসের নামও। তবুও এই বিষয়ে এখনও কোনও বিবৃতি মেলেনি তাঁর কাছ থেকে। বরং জানা যাচ্ছে, একমাত্র বোনের সঙ্গে নাকি গত ২০ বছর ধরেই কোনও যোগাযোগ নেই নার্গিসের। তিনিও প্রথম এই বিষয়টি জানতে পারেন সংবাদমাধ্যম দ্বারা। যদিও ওয়াকিবহাল মহলের অনুমান, চাপের মুখে পড়েই কি সম্পর্ক এড়িয়ে যেতে চাইছেন তিনি? উত্তর অধরা। উল্লেখ্য, প্রাক্তন প্রেমিক নতুন করে সম্পর্কে জড়ানোই মেনে নিতে পারেননি নাকি অভিযুক্ত আলিয়া। জানা গিয়েছে, গত ২ নভেম্বর প্রাক্তন প্রেমিক জ্যাকব্সের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তাঁর বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও। ঘটনাক্রমে সেইদিনই নাকি আলিয়ার থেকে মৃত্যুর হুমকি পেয়েছিলেন প্রয়াত প্রাক্তন প্রেমিক। ফলে খুব স্বাভাবিকভাবেই খুনের জন্য প্রথম আঙুল উঠছে নার্গিসের বোনের দিকেই। যদিও এই সবকিছুই অস্বীকার করেছেন তাঁর মা।