যুক্তরাষ্ট্রীয় ওপেনে ভারতীয়দের জন্য আনন্দের দিন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি ম্যাচ জয়। প্রথম দিকে পিছিয়ে পড়েও য়ুকি ভ্রামব্রি ও আলবানো অলিভেতির জুটি তৃতীয় রাউন্ডে পৌঁছে গেল। অপর দিকে রোহন বোপান্না ডবলস ও মিক্সড ডাবলস দুই ম্যাচেই সহজ জয় পেলেন। তবে শ্রীরাম বালাজি না পারলেও অষ্টম বাছাইদের বিরুদ্ধে বেশ ভালো খেলে মন জয় করে নিয়েছেন ভারতীয় এই তারকা প্লেয়ার। ম্যাথিউ এবডেনকে সঙ্গে নিয়ে পুরুষদের ডবলসে রবার্তো কার্বালেস বায়না ও ফেডরিকো কোরিয়ার জুটিকে। ৬-২,৬-৪ স্কোরলাইনে পরাজিত করেন তাঁদের। মিক্সড ডাবলস ম্যাচে অবশ্য স্ট্রেট সেটে জয় পেলেও বোপান্না ও আলডিলা সুতজিয়াদি জুটিকে লড়াই চালাতে হয় খানিকক্ষণ। দুই সেটেই অষ্টম বাছাই জুটি ৭-৬,৭-৬ স্কোরলাইনে ট্রাইবেকারে জেতেন।