More
    Homeখেলাজোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন ছড়ি ঘোরাচ্ছে যেন অস্ট্রেলিয়াই

    জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন ছড়ি ঘোরাচ্ছে যেন অস্ট্রেলিয়াই

     

    বুমরাহর ৫ উইকেট। তাতেও ভীষণ চাপে টিম ইন্ডিয়াই। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন ছড়ি ঘোরাচ্ছে যেন অস্ট্রেলিয়াই। প্রথম দিন বিনা উইকেটে ২৮ রান থেকে স্মিথ ও হেডের দাপটে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ৪০৫ রান। ট্রাভিস হেড থেমেছেন ১৬০ বলে ১৫২ রানে। স্টিভ স্মিথ করলেন ১৯০ বলে ১০১। চতুর্থ উইকেটে স্মিথের সঙ্গে ৩০২ বলে ২৪১ রানের জুটি গড়তে অবদান রাখেন হেড। বুমরাহ ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন। যা টেস্টে তার দ্বাদশ ফাইফার। বুমরাহ ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও রেড্ডি। পরিস্থিতি যা তাতে তৃতীয় টেস্টেও হারের সম্ভাবনা মুছে দিয়ে নিরাপদ স্থানে অসিরা। এরপরের দু’দিনও বৃষ্টির আশঙ্কা থাকছে। তাতে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। আর পুরো খেলা হলে চাপেই থাকবে ভারত

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments