বিরাট কোহলির স্পেশাল ম্যাচ। চাপমুক্ত টিম ইন্ডিয়া। তবু ব্যর্থ টপঅর্ডার। জ্বলে উঠলেেন শ্রেয়স আইয়ার। তাতে ভারত ২৫০ রানও পেরোলো না। ৯ উইকেট হারিয়ে থামল ২৪৯ রানে। শ্রেয়স করেন ৯৮ বলে ৭৯ রান। এছাড়া হার্দিকের ৪৫ বলে ৪৫, অক্ষর প্যাটেলের ৪২ রানে এগোয় ভারতের রান। বিরাট ৩০০ তম ম্যাচ খেলতে নেমে ফিরলেন মাত্র ১১ রানে। ভরা স্টেডিয়ামে এদিন উপস্থিত ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মাও। এর আগে রোহিত ১৫, শুভমন ২ রানে ফেরেন। মাঝে রাহুল ২৩, জাদেজা ১৬, শামি ৫ করেন।