More
    Homeপশ্চিমবঙ্গঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু ফরেস্ট গার্ডের

    ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু ফরেস্ট গার্ডের

    হাতির হানায় ঝাড়গ্রামে এবার মৃত্যু হল এক বনকর্মীর। মৃত বনকর্মীর নাম বুদ্ধদেব শবর (৪২)। তিনি ঝাড়গ্রাম বন বিভাগের লোধাশুলি রেঞ্জের ফরেস্ট গার্ড পদে নিযুক্ত ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি ভেষজ বাগানে হাতির হানায় জখম হয়েছিলেন তিনি। রাতে তাঁর মৃত্যু হয়। বন দফতর সূত্রে জানা গেছে, সোমবার সকালে চারটে হাতি আমলাচটি ভেষজ উদ্যানের বাগানে ঢুকে পড়ে। চারিদিক ঘেরা থাকায় সন্ধ্যা পর্যন্ত বেরোতে পারেনি তারা। সকাল থেকেই বনকর্মীরা নানানভাবে চেষ্টা করেন হাতিগুলিকে বের করার। সন্ধের সময় বাগানের গেট খুলে দিয়ে হাতিগুলিকে যাওয়ার ব্যবস্থা করতে গিয়ে বিপদের মুখে পড়েন ওই বনকর্মী। গেটের সামনে গাছের আড়ালে চুপিসারে দাঁড়িয়ে থাকা একটি হাতি আচমকা শুঁড়ে জড়িয়ে আছাড় মারে তাঁকে। রক্তাক্ত অবস্থায় দূরে ছিটকে পড়েন তিনি। অন্যান্য বনকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যান। তাঁর ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে হাসপাতালে সূত্রে জানা যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তরিত করা হয় । সেখানেই রাত্রি দশটা নাগাদ মৃত্যু হয় ওই বনকর্মীর ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments