ঝেঁপে বৃষ্টি। তাতেই প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ করে দেওয়া হল। প্রথম দিনে খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। যেখানে বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ১০৭ রান। ভারতের হয়ে প্রথম দুটি উইকেটই নেন বাংলার পেসার আকাশ দীপ। অন্যটি অশ্বিনের। গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। সঙ্গে যোগ হয়েছিল আলোর সমস্যা। দফায় দফায় বৃষ্টির বাগড়া দেয় খেলায়। চা বিরতির কিছুক্ষণ আগে খেলা চলাকালীন ফের বৃষ্টি এলে প্রথম দিনের খেলা থামিয়ে দেন আম্পায়াররা। দ্বিতীয় দিনেও পূর্বাভাস রয়েছে বৃষ্টির। মেঘলা আবহাওয়া ও ভিজে আউটফিল্ডের জন্য রোহিত টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রাখে টিম ইন্ডিয়া।