‘টাইটানিক’ সিনেমায় প্রেমিক জ্যাক! অভিনয় করেছিলেন হলিউডের প্রথম সারির অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তাঁর অন্য পরিচয় তিনি পরিবেশ প্রেমী। বিশেষ করে বন্য জন্তু জানোয়ারদের সংরক্ষণে বিশেষ ভূমিকা নিতে দেখা যায় তাঁকে। লস অ্যাঞ্জেলেসের দাবানলে তাঁরও মন কেঁদেছে। এবার ক্ষতিগ্রস্তদের জন্য ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার অনুদান দেওয়ার কথা জানালেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। রিওয়াইল্ডের র্যাপিড রেসপন্স প্রোগ্রামের সঙ্গে অংশীদার হয়ে এই অনুদান দিচ্ছেন। অভিনেতা লেখেন, ‘লস অ্যাঞ্জেলেসের দাবানল আমাদের শহরকে ধ্বংস করে দিচ্ছে। আমি জরুরি চাহিদা ও পুনরুদ্ধারের সাহায্যের জন্য ১ মিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি দিচ্ছি।