টাওয়ার গ্রুপের আর্থিক দুর্নীর তদন্তে জাদুকর পিসি সরকারের বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার বেলা ১১টার কিছু পর মুকুন্দপুরে জাদুকর পিসি সরকার জুনিয়ারের বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সেখানে দীর্ঘক্ষণ তাঁকে জেরা করেন গোয়েন্দারা। জেরার সময় সেখানে হাজির ছিলেন জাদুকরের ২ মেয়ে। সাংবাদিকরা বাড়িতে ঢুকলে তাঁদের বাধা দেন পরিবারের সদস্যরা।
সিবিআইয়ের দাবি, টাওয়ার গ্রুপকে বিভিন্ন পরিষেবা দেওয়ার নামে মোটা টাকা নিয়েছিলেন পিসি সরকার জুনিয়র। কিন্তু সেই পরিষেবা শেষ পর্যন্ত দেননি তিনি। এর মধ্যে টাওয়ার গ্রুপের একটি রেস্তোরাঁয় জাদুখেলা দেখানোর কথা ছিল তাঁর। সেই রেস্তোরাঁই কোনওদিন তৈরি হয়নি। অথচ সেই বাবদ আগাম মোটা টাকা পৌঁছেছে পিসি সরকারের অ্যাকাউন্টে।
এছাড়া পিসি সরকার টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলেও দাবি গোয়েন্দাদের। সেই বাবদ তাঁকে মোটা টাকা দিয়েছে সংস্থা। ব্যাঙ্ক লেনদেন ছাড়াও নগদে লেনদেন হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। তবে টাকার পরিমাণ জানাননি তাঁরা।