More
    Homeকলকাতাটাওয়ার বসানোর নাম করে প্রতারণা চক্রের পর্দাফাঁস! কেষ্টপুরে পুলিশের হানা

    টাওয়ার বসানোর নাম করে প্রতারণা চক্রের পর্দাফাঁস! কেষ্টপুরে পুলিশের হানা

    টাওয়ার বসানোর নাম করে বিপুল টাকার আর্থিক প্রতারণার অভিযোগ। কেষ্টপুরের একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে কলসেন্টার খুলে এই প্রতারণাচক্র চলত বলে অভিযোগ। ওই কলসেন্টার থেকে বিভিন্ন জায়গায় ফোন করে প্রতারণার ফাঁদ পাতা হত। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ওই অফিসে হানা দেয়। এরপর ওই বাড়ি থেকে ল্যাপটপ, প্রচুর মোবাইল ফোন, হার্ডডিস্ক, নানা ধরণের নথি পুলিশ বাজেয়াপ্ত করেছে। বিধানননগর গোয়েন্দা শাখার পুলিশও এই অভিযানে অংশ নেয়।

    টাওয়ার বসানোর নাম করে প্রতারণা চক্রের পর্দাফাঁস! কেষ্টপুরে পুলিশের হানা

    Read More-এবার ভুয়ো IPS অফিসার ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরে, উদ্ধার ব্যাচ সহ বেশ কিছু কাগজপত্র

    কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকায় অন্তত তিনটি অফিস থেকে এই ধরনের ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণাচক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ ওই অফিসগুলি থেকে কয়েকজনকে আটক করেছে। মহিলা, পুরুষ মিলিয়ে অন্তত ১২জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে এখান থেকে অনেকের কাছে ফোন করা হত। কল সেন্টার থেকে যেভাবে ফোন কার হয় অনেকটাই সেইভাবেই ফোন করা হত। একাধিক নামী কোম্পানির নামও তারা ব্যবহার করত বলে অভিযোগ। মূলত আর্থিক প্রতারণার জাল বোনা হত বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত হওয়া মোবাইলগুলির কল ডিটেলস পরীক্ষা করে দেখছে। পাশাপাশি কম্পিউটারের হার্ড ডিস্কও পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেগুলিও গোয়েন্দারা পরীক্ষা করে দেখছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments