Tuesday, May 30, 2023
HomeUncategorizedটাকার জন্য খারাপ ছবি করতেও রাজি কঙ্গনা! দীপিকার জবাবে মুখ বন্ধ হয়ে...

টাকার জন্য খারাপ ছবি করতেও রাজি কঙ্গনা! দীপিকার জবাবে মুখ বন্ধ হয়ে গেল কঙ্গনার

দীপিকা পাডুকোন ও কঙ্গনা রানাওয়াত দুজনই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যদিও তাদের কেরিয়ার যাত্রাপথ সবটাই সম্পূর্ণ আলাদা। তবে একটি বিষয় মিল রয়েছে দুজনের তাহলে ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলেছেন মায়ানগরীতে।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় টাকার জন্য কখনো ছবি করেছেন কিনা? দীপিকা মুহূর্তের মধ্যে উত্তর দেন তিনি কখনো সে কাজ করেননি। তবে কঙ্গনা শিকার করে নেন শুধুমাত্র টাকার জন্য তিনি বেশ কিছু ছবি করেছেন।

কঙ্গনা নিজেরাই সিদ্ধান্ত সমর্থন করে বলেন তার ক্যারিয়ারের দিকে চোখ রাখলে ভালো খারাপ দু ধরনের ছবি দেখা যায়। কঙ্গনা জানান সে সময় তার জীবনের দুটি পথ ছিল এক হলো বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচা কিংবা অপেক্ষাকৃত খারাপ ছবি করা। তিনি দ্বিতীয়টাই বেছে নেন।

তখনই দীপিকা কঙ্গনাকে থামিয়ে বলেন একজন অভিনেতা কি ধরনের ছবি করছে তার ওপরই নির্ভর করে তার ক্যারিয়ার। দীপিকার মতে হাজার রকমের অর্থ উপার্জন এর উপায় রয়েছে তাই তিনি কখনো শুধুমাত্র অর্থের কারণে ছবি করেননি। অভিনেত্রী ও বলেন সেই কারণেই তিনি কখনো এমন ছবি করেননি যার জন্য তাকে প্রশ্নের মুখে পড়তে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments