Monday, May 29, 2023
HomeUncategorizedটানা কুড়ি সপ্তাহ ধরে বাংলার এক নম্বর শো অনুরাগের ছোঁয়া! জানালেন নির্মাতারা  

টানা কুড়ি সপ্তাহ ধরে বাংলার এক নম্বর শো অনুরাগের ছোঁয়া! জানালেন নির্মাতারা  

 

 

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। টানা কুড়ি সপ্তাহ ধরে এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি টিআরপির তালিকায় এক নম্বরে থেকে এসেছে শুধুমাত্র সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসায়।

 

সূর্য চাই দীপাকে ডিভোর্স দিতে তাই সেই মতো কোর্ট অর্ডার দিয়েছে যে ৬ মাস তাদেরকে একসঙ্গে থাকতে হবে। আর সেই মতো রুপা এবং সোনাকে রেখে আসা হয়েছে অন্য জায়গায়। সূর্য এসেছে দীপার বাড়িতে দীপার সঙ্গে থাকবে বলে।

 

সোনা তার বাবাকে বলতে থাকে রুপা এবং তার মা যদি চলে যায় সে তাহলে আর কাকে মা বলে ডাকবে তাই তার খুব কষ্ট হচ্ছে সে তাদেরকে খুবই মিস করবে ঠিক এই সময় মিসকা বলে ওঠে যে ও তো তোমার আসল মা নয় তাই ওরা তো যাবেই। কিন্তু সোনার ঠাকুরমা অর্থাৎ লাবণ্য বলে সোনার মা আছে এবং খুব জলদি তাকে নিয়ে আসা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments