টানা ছয় ম্যাচে জয়হীন মহমেডান এসসি। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রবিবার সামনে আবার মুম্বই সিটি এফসি। কঠিন গাঁট। কঠিন চ্যালেঞ্জ।আইএসএলের অন্যতম সফল দল যদিও এবার ছন্দে নেই। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে। অন্যদিকে ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিল তলানিতে কলকাতার তৃতীয় প্রধান। তবে ছন্দে না থাকলেও মুম্বইয়ের বিরুদ্ধে লড়াইও সহজ হবে না, এমনই মনে করেন সাদা কালোর রুশ কোচের। কারণ চোটের জন্য জোসেফ এবং গৌরবকে পাওয়া যাবে না। ফলে, আরও কমজোরি হয়েছে ব্রিগেড। সাদা কালো কোচ চের্নিশভ বলেন, ‘দলের দু’জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়া খেলা কঠিন। ওরা একটানা ভাল খেলছিল। সেই জায়গায় এবার নতুনদের মানিয়ে নিতে হবে।’ প্রতিপক্ষের গোলের সামনে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলা তাদের নিয়মে পরিণত হয়েছে সাদা কালো ফুটবলারদের। তা নিয়ে চের্নিশভ বলেন, ‘গোল করার সমস্যা মেটানোর জন্য দলে যারা আছে, তাদেরই উন্নত করে তোলার চেষ্টা করতে হবে। এ ছাড়া কোনও উপায় নেই। ফুটবলারদের মনস্তাত্বিক সমস্যা এটা।’