More
    Homeখেলাটানা দানবীয় ব্যাটিং তিলক বার্মার! তাছাড়া আর কী বলা যায়!

    টানা দানবীয় ব্যাটিং তিলক বার্মার! তাছাড়া আর কী বলা যায়!

    টানা দানবীয় ব্যাটিং তিলক বার্মার! তাছাড়া আর কী বলা যায়! ∞সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে পরপর দুটো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক। থামলেন না সেখানে। ঘরোয়া ক্রিকেটে ফিরেই আবার ব্যাট হাতে বিস্ফোরণ! টি২০ বিশ্বরেকর্ড গড়ে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। স্বীকৃত টি২০ ক্রিকেটে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি। রাজকোটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই হায়দরাবাদের অধিনায়ক হয়ে তিলক মেঘালয়ের বিরুদ্ধে খেলেছেন ৬৭ বলে ১৫১ রানের ঝোড়ো ম্যারাথন ইনিংস। ৬৭ বলের ইনিংসে তিলক ১৪টি চার ও ১০টি ছক্কার হাঁকান। তাতে অবশ্য আরও একটা রেকর্ডও গড়েন তিলক। তিনি প্রথম কোনো ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে খেলেছেন ১৫০-এর বেশি রানের ইনিংস।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments