More
    Homeরাজ্যটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে ধস ও বন্যা পরিস্থিতি, জলমগ্ন ডুয়ার্স

    টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে ধস ও বন্যা পরিস্থিতি, জলমগ্ন ডুয়ার্স

    টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে ধস ও বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়ছে। পাহাড়ে লাগাতার বর্ষণের ফলে উত্তরবঙ্গের তরাই, ডুয়ার্স ও কোচবিহারের সমতলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। সব নদীই প্রায় (each and every rivers are over flooded) ফুঁসছে। ডুয়ার্সের কয়েকটি এলাকায় নিকাশি বেহাল হয়ে পড়ায় সেখানে জনবসতি জলমগ্ন হয়েছে। রাস্তার উপর দিয়েও জল বইছে। তবে পরিস্থিতি আয়ত্বের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন জেলা প্রশাসনের কর্তারা। বুধবার সকাল থেকে দার্জিলিং, কালিম্পঙের(Darjeeling, kalimpong) আকাশ মেঘে ঢাকা। তুমুল বৃষ্টি হয়েছে পাহাড়ের বেশ কয়েকচটি এলাকায়। দার্জিলিঙের পথে ছোটখাটো ধস নেমেছে। শিলিগুড়ি-সিকিম রাস্তায় পাহাড় থেকে মাটি-পাথরের স্তূপ গড়িয়ে পড়েছে লিকুভির এলাকায়। তবে রাস্তা বন্ধ হয়নি কোথাও। জরুরি ভিত্তিতে মাটি-পাথর রাস্তা থেকে সরাতে একাধিক এলাকায় বিশেষ দুর্যোগ মোকাবিলা টিম থাকায় সমস্যা কম হচ্ছে।

    শিলিগুড়ি, জলপাইগুড়ির সব নদীতেই জলস্তর বেড়েছে। মহানন্দা, তিস্তা, তোর্সা তো বটেই, লিজ, ঘিস, নেওড়া, মূর্তির মতো নদীতেও জলের স্রোত বিপজ্জনক হয়ে উঠেছে। ডুয়ার্সে কলি, তাতাসির মতো নদীও ফুঁসছে। বানারহাটের হাতিনালার জল উপচে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, জনবসতি আংশিক প্লাবিত হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments