More
    Homeখবরটানা ২২ ঘন্টা অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীদের কাছে হার মানলেন পুলিশ

    টানা ২২ ঘন্টা অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীদের কাছে হার মানলেন পুলিশ

    ২২ ঘণ্টার টানটান স্নায়ুযুদ্ধ। সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা ২২ ঘণ্টা রাস্তায় বসে পড়ে অবস্থানে অনড় ছিলেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাঁদের লালবাজার অভিযান আটকাতে ন ফুটের লোহার ব্যারিকেড গড়েছিল পুলিশ। কেন এই ব্যারিকেড প্রশ্ন তুলে অনড় ছিলেন তাঁরা। দফায় দফায় লালবাজার থেকে উচ্চ পদস্থ পুলিশ অফিসাররা এসেছেন কথা বলতে। কিন্তু তাঁদের কথায় চিঁড়ে ভেজেনি। শেষ পর্যন্ত পিছু হটতেই হল পুলিশকে। স্টেথোর সঙ্গে উর্দির লড়াইয়ে পিছু হঠতে হল পুলিশকে। অবশেষে সরানো হচ্ছে লোহার ব্যারিকেড। মিছিল আরও ১০০ মিটার এগোনোর অনুমতি পেয়েছে। আন্দোলনকারীদের ২২ সদস্যের প্রতিনিধি লালবাজারে গিয়ে নজরপালের সঙ্গে কথা বলে তাঁদের দাবি পেশ করবেন বলে জানা গিয়েছে।

     

    লোহার ব্যারিকেড সরল অবশেষে। হাতে হাত রেখে এগিযে চলেছে চিকিৎসকরা। সোমবার তারা বারবারা দাবি করে এসেছিলেন পেশায় চিকিৎসক তাঁরা। ৩৬ ঘণ্টা ডিউটি করেন ৮ ঘণ্টাও বিশ্রাম থাকে না। তাঁদের সঙ্গে ধৈর্যের পরীক্ষায় গিয়ে লাভ নেই। তাঁরা বসে থাকবেন যতক্ষণ না লোহার ব্যারিকেড সরছে। সোমবার গোটা দেশ দেখেছে শহরের রাজপথে লোহার ব্যারিকেডকে মাঝে রেখে ধৈর্যের লড়াই। সেই স্নায়ু যুদ্ধে অবশেষে জয় হয়েছে আন্দোলনকারীদের।

     

    ৯ ফুটের লোহার ব্যারিকেড সরে গেল কয়েক মিনিটের মধ্যেই। হাত হাত রেখে লালবাজারের দিকে এগিয়ে চলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। একেবারে শান্তিপূর্ণ মিছিল তাঁদের। লালবাজারের দিকে মানব বন্ধন করে এগিয়ে চলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাতে সামিল হয়েছে অনেক সাধারণ মানুষও। গতকালই গ্রেফতার হয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চার জন। তবে তাঁদের দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments