Monday, May 29, 2023
HomeUncategorizedটানা ৮ ঘন্টা ধরে কাঁদছে ছেলে, ছেলেকে সামলাতে নাজেহাল পরীমণি!

টানা ৮ ঘন্টা ধরে কাঁদছে ছেলে, ছেলেকে সামলাতে নাজেহাল পরীমণি!

 

নয় মাসের ছোট্ট রাজ্য মায়ের সঙ্গে এখন হাসপাতালে। হাসপাতালে নার্স ডাক্তার সকলেই হতবাক এই ছোট্ট খুদে কান্না আট ঘন্টা ধরে থামানো যায়নি। এদিকে অসুস্থ পরীমনির একেবারে হিমশিম অবস্থা ছেলেকে সামলাতে। শেষ পর্যন্ত ছোট্ট রাজ্য কান্না থামাতে কী করতে হলো পরিমনি কে জানেন?

মাতৃ দিবসের দিনকেই পরীমনি দুঃসংবাদ দেন যে গুরুতর অবস্থায় অসুস্থ হাসপাতালে। ৯ মাসের ছোট্ট শিশু মাকে ছাড়া এক মুহূর্ত একা বাড়িতে থাকতে পারে না তাই তাকে নিয়ে আসতে হয়েছে হাসপাতালে। গায়ে ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অভিনেত্রী পরীমনি। আসলে সে মায়ের শরীরে কোনরকম ইনজেকশন বা ব্যান্ডেজ একদমই সহ্য করতে পারছিল না।

সেই ঘটনায় অভিনেত্রী পরীমনি ফেসবুকে শেয়ার করে লেখেন,” গত ৮ ঘন্টার মাথায় রাজ্যের কান্নার জন্য আমার মাথার ক্যানোলো খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে অ্যান্টিবায়োটিক দেয়া হয়। সেখানে এই একটা ছোট্ট ব্যান্ডেজ সে রাখতে দেবে না। থার্মোমিটার পর্যন্ত ওর সামনে কেউ বার করতে পারে না। আর কি লিখবো? গলাটা ধরে এলো কান্নায়…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments