Tuesday, May 30, 2023
HomeUncategorizedটিআরপি লিস্টে তুমুল লড়াই মিঠাই-জগদ্ধাত্রীর! শেষপর্যন্ত বাজি মারলো কে? কে হল বেঙ্গল...

টিআরপি লিস্টে তুমুল লড়াই মিঠাই-জগদ্ধাত্রীর! শেষপর্যন্ত বাজি মারলো কে? কে হল বেঙ্গল টপার 

 

 

বাংলা সাহিত্যের জনপ্রিয়তা বিচার করে টিআরপি তালিকা। তাই বাংলা ধারাবাহিক প্রেমী দর্শকদের কাছে প্রতি সপ্তাহে টিআরপি আপডেট খুবই গুরুত্বপূর্ণ। কোন ধারাবাহিক কতটা সফল হবে এবং কতটা মানুষের ভালোবাসা কুড়াতে পারবে তা জানিয়ে দেয় টিআরপি তালিকা

 

প্রত্যেক সপ্তাহেই বৃহস্পতিবার নতুন টিআরপি তালিকা বের হয়। চ্যানেল অনুসারে ধারাবাহিকের লিস্ট থাকে। স্টার জলসা জি বাংলা কোন চ্যানেলের কোন ধারাবাহিক ফ্লাড জিতল তা জানতে খুবই উত্তেজিত থাকে দর্শক।

 

আইপিএল চলায় ক্রিকেটের সামনে ঠিকই পড়ছে বাংলা ধারাবাহিকগুলি। সন্ধে ছটায় রামপ্রসাদ ও মিঠাইয়ের লড়াইতে পিছু হেঁটেছে মিঠাই। সাড়ে ছটায় খেলনা বাড়ি ও কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের নম্বরের পার্থক্য প্রায় নেই বললেই চলে।

 

যদিও গাছ ছাড়া ও জগদ্ধাত্রী মধ্যে নম্বরের পার্থক্য অনেক। এদিকে মেয়েবেলা ও গৌরীর মধ্যে এগিয়ে গৌরী। সাড়ে নটায় অনুরাগের ছোঁয়া এখন মুকুটের বহু পিছনে পড়ে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments