Monday, March 27, 2023
Homeজাতীয়টিকাকরণের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে টিকা নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

টিকাকরণের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে টিকা নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

টিকাকরণের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে টিকা নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এদিন তাঁর সহ্গেই টিকা নিয়েছেন তাঁর স্ত্রী নূতন। মঙ্গলবার দিল্লির হার্ট অ্যান্ড লাং ইন্সটিটিউটে গিয়ে করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছেন সস্ত্রীক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

সোমবারই করোনার টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে দিল্লির AIIMS-এ গিয়ে করোনার টিকা নিয়েছেন নমো। পরে টুইটে তিনি লেখেন, ”AIIMS-এ আমি করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছি। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে আমাদের চিকিত্‍সক, বিজ্ঞানীরা তাঁদের যে শক্তি দেখিয়েছেন তা উল্লেখযোগ্য। যারা এই পর্যায়ে যাঁদের ভ্যাকসিন দেওয়ার জন্য বাছা হয়েছে তাঁদেরকে স্বাগত। আসুন ভারতকে করোনামুক্ত করি।”

সোমবার পর্যন্ত মোট ১,৪৭,২৮,৫৬৯ জন করোনার টিকা নিয়েছেন। সোমবার থেকে দেশজুড়ে করোনার টিকাকরণের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। টিকাকরণের এই পর্বে ষাটোর্ধ্ব ও ৪৫ বছর বয়সীদের উপরে যাদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments