টিনেজার স্কিন টাইপ
অনেক টিনেজার শুরুতেই বুঝে উঠতে পারেনা তাদের স্কিন টাইপ কেমন। কিন্তু যেকোন প্রোডাক্ট কেনার আগেই প্রথমে বুঝতে হবে আমাদের স্কিনের ধরন কেমন। স্কিন টাইপের তারতম্যের কারণেই সব প্রোডাক্টস সবাইকে স্যুট করেনা। স্কিনের টাইপ অনেক রকম হয়ে থাকে। তবে মূলত নরমাল স্কিন, ড্রাই স্কিন এবং অয়েলি স্কিনের অধিকারীই বেশি দেখা যায়।
কীভাবে বুঝবেন আপনার স্কিন টাইপ কোনটি?
নরমাল স্কিন
সকাল বেলা ঘুম থেকে উঠে মুখের স্কিনে হাত বুলিয়ে দেখুন। যদি আপনার স্কিন সফট ফিল হয়, ব্লেমিশ বা প্যাচ না থাকে এবং স্কিনে অয়েল ব্যালেন্সড থাকে, তবে আপনার নরমাল স্কিন।
ড্রাই স্কিন
আর যদি স্কিন স্মুদ ফিল না হয়, ড্রাই প্যাচ বা ডাল ফিল হয় তবে, আপনার স্কিন টাইপ ড্রাই বুঝে নিতে হবে।
অয়েলি স্কিন
যদি স্কিনটি তৈলাক্ত ফিল হয়, পিম্পল, ব্রেক আউটস, পোরস ইত্যাদি থাকে, তবে আপনার স্কিন টাইপ অয়েলি।
এখন আমরা জেনে নিব, স্কিনের এই ধরন বুঝে কোন ফেইসওয়াশটি আপনি সিলেক্ট করতে পারবেন অনায়াসেই।
নরমাল স্কিনের জন্যে বেস্ট ২টি ফেইস ওয়াশ
আপনার স্কিন যদি নরমাল হয়, তবে বাজেটের মধ্যে যে দুইটি ফেইস ওয়াশ আপনি নিশ্চিন্তে সিলেক্ট করতে পারেন তা হলো-
(১) অ্যারোমা ম্যাজিক ফেইসওয়াশ
(২) কজারেক্স জেল ক্লিনজার
অ্যারোমা ম্যাজিক ফেইসওয়াশের বেনিফিটসগুলো কী?
স্কিনের নতুন সেল তৈরিতে সাহায্য করবে।
স্কিনের রক্ত সঞ্চালন বাড়ায়।
ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে ত্বককে সুরক্ষা দেয়।
স্কিনকে ব্রাইট করতে হেল্প করে।
ত্বককে সতেজ করে তুলে এবং পোরস রিলেটেড সমস্যা কমিয়ে আনে।
কজারেক্স জেল ক্লিনজারের বেনিফিটসগুলো কী?
সারাদিন ধরে স্কিনের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।
স্কিনের পি.এইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে।
এতে থাকা টি-ট্রি স্কিনের অয়েল প্রডাকশন নিয়ন্ত্রণ করে।
ওপেন পোরস মিনিমাইজ করতে সাহায্য করবে।
এতে থাকা ন্যাচারাল বিএএচএ স্কিনকে ইভেন রাখতে সাহায্য করবে।
জেল টাইপ হওয়ায় স্কিনে একটি স্মুদ এবং রিফ্রেশিং ফিল দিবে