বিশ্বকাপে পাকিস্তানকে হারানো খুব একটা চাপের হয় না টিম ইন্ডিয়ার। হরমনপ্রীতদেরও হল না। টি২০ বিশ্বকাপে চাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দারুণভাবেই ঘুরে দাঁড়াল ওমেন্স টিম। সাত বল বাকি থাকতে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান করে আট উইকেটে ১০৫ রান। সেই রান তুলতে ভারত হারায় স্মৃতি মান্ধানা (৭), শেফালি ভার্মা (৩২), জেমাইমা (২৩) ও রিচা ঘোষকে (০)। পয়েন্ট পেলেও রানরেট কাঁটা হয়েই আছে ভারতের। তার থেকেও দুশ্চিন্তার অধিনায়ক হরমনপ্রীত চোট পাওয়ায়। হরমনপ্রীত গুরুত্বপূর্ণ ২৯ রান যোগ করার পরই অবসৃত হন। পাকিস্তানকে হারানোর পরে ভারতের রান রেট এখন -১.২১৭। তাই স্বস্তিতে আছে বলা যায় না।