টি২০ বিশ্বকাপ ফাইনালে হার। নিজেদের ডেরায় প্রতিশোধের অপেক্ষাই করছিল প্রোটিয়া শিবির। কিন্তু তাঁরা বুঝতে পারেননি আফ্রিকায় প্রথম ম্যাচেই সিংহের গর্জন শোনা যাবে সঞ্জু স্যামসনের ব্যাট থেকেই। পরে বল হাতে আবার খেল দেখালেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই। তাতেই প্রথম ম্যাচে আরও একবার দক্ষিণ আফ্রিকাকে বিমর্ষ করে ৬১ রানে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারত তুলেছিল ৮ উইকেট হারিয়ে ২০২ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৪১ রানে। ব্যাট হাতে ৫০ বলে ১০৭ রান করেন সঞ্জু। ভারতীয় ইনিংসে সঞ্জু ছাড়া বিশেষ কেউ আর দাগ কিটতে পারেননি। ক্যাপ্টেন সূর্য ২১, তিলক ৩৩, হার্দিক ২, রিঙ্কু ১১। অন্যদিকে বরুণ ও রবি দু’জনেই তুলে নে ৩টি করে উইকেট। জোড়া উইকেট আবেশ খানের।