Sunday, September 24, 2023
Homeখেলাটি-২০ ক্রিকেটে ৩০০ ছক্কার মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক

টি-২০ ক্রিকেটে ৩০০ ছক্কার মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক

আজ সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ৩০০ ছক্কার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ভারত অধিনায়ক।

ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে অ্যাবটকে ছক্কা হাঁকান বিরাট। ইনিংসে এটিই তাঁর প্রথম ছক্কা। এই ছক্কার সুবাদে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে বিরাটের ছক্কার সংখ্যা দাঁড়ায় ৩০০।

পরে ইনিংসের ১৬তম ওভারে স্যামসকে পরপর দু’বার গ্যালারিতে ফেলেন বিরাট। ৬১ বলে ৮৫ রানের ইনিংস খেলার পথে কোহলি মোট ৩টি ছক্কা মারেন। ফলে টি-২০ ক্রিকেটে তাঁর মোট ছক্কার সংখ্যা দাঁড়ায় ৩০২।

এই নিরিখে কোহলি ছুঁয়ে ফেলেন মহেন্দ্র সিং ধোনিকে। টি-২০ ক্রিকেটে ধোনিও সাকুল্যে ৩০২টি ছক্কা মেরেছেন।

চতুর্থ ভারতীয় হিসেবে এমন এনবদ্য নজির গড়েন বিরাট। ধোনি ছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তাঁর আগে টি-২০ ক্রিকেটে ৩০০-র বেশি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা (৩৮০) ও সুরেশ রায়না (৩১১)।

কোহলির এমন নজির গড়ার দিনে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত অস্ট্রেলিয়ার কাছে ১২ রানে ম্যাচ হেরে বসে। যদিও টিম ইন্ডিয়া টি-২০ সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments