Sunday, March 26, 2023
Homeকলকাতা'টুম্পা সোনা' গানের বিতর্কে ৫ পড়ুয়াকে চিহ্নিত করে ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করল...

‘টুম্পা সোনা’ গানের বিতর্কে ৫ পড়ুয়াকে চিহ্নিত করে ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করল কলকাতা বিশ্ববিদ্যালয়

সরস্বতী পুজোর দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘টুম্পা সোনা’ গানের তালে কিছু ছাত্র-ছাত্রীর উদ্দাম নাচে শুরু হয়েছিল বিতর্ক। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদকে। শিক্ষাঙ্গনের শৃঙ্খলা তো বটেই তার সঙ্গে করোনা কালে এভাবে জমায়েত নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে পাঁচ জন পড়ুয়াকে চিহ্নিত করে তাদের দু’বছরের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করা হল। সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে তার তদন্তের জন্য তৈরি কমিটির রিপোর্ট গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৬ ফেব্রুয়ারি কয়েক জন মিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও অনুমতি ছাড়া ক্যাম্পাসের মধ্যে কিছু অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের মধ্যে বেশ কিছু গান বা নাচ হয়েছে যা খুবই নিম্নমানের ও তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট করেছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে সময় করোনা আবহে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ, যখন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে আসছে না, সেই সময় ক্যাম্পাসের মধ্যে এই ধরনের অনুষ্ঠান বরদাস্ত নয়।তদন্তে জানা গিয়েছে, পাঁচজন পড়ুয়া এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই পাঁচ পড়ুয়া আগামী দু’বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনও ক্যাম্পাসে ঢুকতে পারবে না। কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে যাতে পরবর্তীকালে আর কেউ এই ধরনের ঘটনা না ঘটায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments