সঞ্জু ১১১। ভারতের রান ২৯৭। বাংলাদেশ হারল ১৩৩ রানে। টেস্টের পর টি২০তেও হোয়াইটওয়াশে লজ্জায় ডুবল পড়শি দেশ। ভারত ৩-০ ব্যবধানেই সিরিজ জিতল। ভারতের তিনশো ছুঁইছুঁই রান আন্তর্জাতিকের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দলগত স্কোর। যারমধ্যে ২৩২ রানই এসেছে চার ও ছক্কা থেকে। ইনিংসে রয়েছে ২৫টি চার ও ২২টি ছয়। যা টি২০ ইতিহাসে সর্বাধিক। পাওয়ার প্লে’তে ওঠে রেকর্ড ৮২ রান। সঞ্জু ও সূর্য দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৩ রান যোগ করেন। যা টি২০ আন্তর্জাতিকে ভারতের রেকর্ড। সঞ্জু ৪৭ বলে করেন ১১১ রান। ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শতরান পেলেন সঞ্জু স্যামসন। এছাড়া সূর্যকুমার ৭৫, হার্দিক ৪৭, রিয়ান ৩৪ রান করেন। জবাবে খেলতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে।